ভোলায় চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতনের মামলায় নারী গ্রেপ্তার

মামলার প্রধান আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 03:05 PM
Updated : 7 Dec 2022, 03:05 PM

ভোলার লালমোহন উপজেলায় টাকা চুরির অপবাদ দিয়ে শিশুকে বেঁধে নির্যাতনের মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে এ ঘটনায় মামলা দায়েরর পর ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান।

তিনি আরও বলেন, রাবেয়া বেগম মামলার দুই নম্বর আসামি। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আজমী (১০) তার সহপাঠী মহিনের সঙ্গে খেলতে তাদের বাড়ি যায়। এ সময় মহিনের বাবা বাহারের শার্টের পকেট থেকে ৫০০ টাকা চুরির অপবাদ দিয়ে আজমীকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। তার পিঠ লাল হয়ে যায়।

একপর্যায়ে আজমী চিৎকার করলে তার মা গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজমী উপজেলার পশ্চিম চরউমেদ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মো. মহসিনের ছেলে।

ওসি মাহবুবুর বলেন, শিশুটির মা পারভীন বেগম বাদী হয়ে বাহার ও তার স্ত্রী রাবেয়াকে আসামি করে মামলা করেন। এরপর রাতেই রাবেয়াকে গ্রেপ্তার করা হয়। বাহার পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

Also Read: ভোলায় চুরির অপবাদে স্কুলছাত্রকে বেঁধে নির্যাতন