বিদ্যুত কুমারের ডায়াবেটিক ছিল। তাই তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন।
Published : 14 Nov 2023, 04:12 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাইক্রো বাস চাপায় এক সদ্যোজাত শিশু তার বাবাকে হারাল।
সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দাসেরহাটে শিব মন্দির এলাকায় মাইক্রো বাস চাপায় তার মৃত্যু হয় বলে মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান।
নিহত বিদ্যুত কুমার ভৌমিক (৪৬) উপজেলার দাসেরহাট গ্রামের প্রয়াত বীরেন ভৌমিকের ছেলে। তিনি গেড়াখোলা বাজারে মুদি দোকানি ছিলেন।
নিহতের প্রতিবেশী পরেশ বিশ্বাস বলেন, “বিদ্যুতের বড় ছেলের বয়স ৮ বছর। দু’দিন আগে তার স্ত্রী হাসপাতালে দ্বিতীয় ছেলের জন্ম দেন। এখনো হাসপাতাল থেকে শিশুপুত্রকে নিয়ে বাড়ি ফেরা হয়নি স্ত্রীর। এরই মধ্যে সদ্যোজাত শিশুটি তার পিতাকে হারাল।”
পরেশ আরও বলেন, “একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। স্ত্রী, অবুঝ দুই সন্তানের ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিশু দুটিকে আজীবন বাবার আদর থেকে বঞ্চিত হতে হবে।”
তিনি বলেন, “আমরা পরিবারটির পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা করে যাব।”
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যুত কুমারের ডায়াবেটিক ছিল। তাই তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সোমবার ভোরে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মাক্রো বাস বিদ্যুতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]