গোপালগঞ্জে সড়কের পাশের ঘরে ঘুমন্ত বৃদ্ধের প্রাণ কাড়ল ট্রাক

গাছবাহী একটি নছিমনকে সাইড দিতে গিয়ে ধান ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 07:07 AM
Updated : 20 May 2023, 07:07 AM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ঘরে ঢুকে পড়লে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান।

নিহত শশী ভূষণ বাড়ৈ (৭০) ছিকটিবাড়ী গ্রামের মৃত হলধর বাড়ৈর ছেলে।

ওসি জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়া থেকে গাছভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধানভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়ার দিকে যাচ্ছিল।

“ছিকটিবাড়ি এলাকায় যানবাহন দুটি একে অপরকে সাইড দিতে গেলে ধানভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে ঘুমাচ্ছিলেন বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ। তিনি ট্রাকটির নীচে চাপা পড়েন। ”

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করে লাশ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।