নাশকতার মামলায় সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ হুমায়ুন কবির এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ জানান।
তিনি বলেন, সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে একটি নাশকতার মামলার আসামি মেয়র। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নাকচ করে তাকে জেল-হাজতে পাঠিয়েছেন।
মামলার বরাতে বলা হয়, ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করে জামায়াতে ইসলামী। সেখান থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সদর থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফসহ অজ্ঞাত পরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
এ বিষয়ে মেয়র তাজকিন আহমেদ চিশতীর আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, “২৪ ডিসেম্বরের ঘটনায় তাজকিন আহমেদ চিশতীকে আসামি করা হয়েছে। অথচ তিনি তার অসুস্থ মাকে নিয়ে ২২ থেকে ২৬ ডিসেম্বর ভারতে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ওই মামলায় আসামি করা হয়েছে।“