ওই নারীকে জিম্মাদার করে তার স্বামী একাধিক স্থান থেকে ঋণ করেন বলে জানান স্বজনরা।
Published : 18 Oct 2024, 08:57 PM
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় কিস্তি টাকা নিয়ে ঝগড়ার জেরে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার কামারখাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম।
নিহত নাজমা বেগম (৫০) ওই এলাকার আনোয়ার মিঝির স্ত্রী। তিন সন্তানের জননী।
নাজমার ছেলে মো. ইব্রাহিম সরদার বলেন, “মাকে জিম্মাদার করে বাবা একাধিক স্থান থেকে ঋণ করেন। সেগুলো ঠিকমতো পরিশোধ না করায় মায়ের উপর চাপ আসত।
“এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হত। আজও কিস্তি পরিশোধের কথা বললে মা-বাবার মধ্যে বিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবা মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যান।
গুরুতর অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকার নেওয়ার পথে নাজমার মৃত্যু হয়।
নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রান্ত সরকার।
ওসি মহিদুল ইসলাম জানান, নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।