ওই চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 05 Feb 2024, 10:21 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক চালককে শ্বাসরোধে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান।
নিহত রজব আলী (৫০) উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। তিনি ভাড়ায় ইজিবাইক চালাতেন।
নিহতের ছেলে মো. সানাউল্লাহ জানান, সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রজব। দুপুরে থানা থেকে পুলিশ জানায়, রাস্তার পাশে তার মরদেহ পাওয়া গেছে। পরে থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা।
“সকালে ইজিবাইক নিয়ে বের হলেও মরদেহের পাশে সেটি না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ইজিবাইক ছিনিয়ে নিতেই কেউ আমার বাবাকে খুন করেছে। আমরা এর বিচার চাই”, বলেন তিনি।
মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি কামরুজ্জামান বলেন, “আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ইজিবাইক ছিনতাই করতে এ খুনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।