নিহত মো. আসিফ আদনান এবং আহত ইকবাল হাসান কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী।
Published : 28 Dec 2024, 08:28 PM
গাজীপুরে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত ও আরেক শিক্ষার্থী হয়েছেন।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহত মো. আসিফ আদনান (২০) এবং আহত ইকবাল হাসান (২০) কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী।
আসিফ লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। পরিবারের সঙ্গে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. আতাউর ইসলাম বলেন, ভোরে মোটরসাইকেলে করে আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিলেন। এ সময় তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, আসিফ আদনান মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অপর আহত শিক্ষার্থী হাসানের চিকিৎসা চলছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।