“ডাকাতি করে চলে যাবার সময় ডাকাতদল বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে গেছে।”
Published : 15 Apr 2025, 03:05 PM
ঢাকার দোহার উপজেলায় বারান্দার গেট কেটে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ৩৩ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা ডাকাতির অভিযোগ উঠেছে।
উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় মো. শাহজাহানের বাড়িতে সোমবার শেষ রাতের দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোহার থানার ওসি মো. রেজাউল করিম।
ওই বাড়ির মালিক শাহজাহানের দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারে আল-জাহান ট্রাভেলস ও আল-জাহান মটরস নামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।
ভুক্তভোগী শাহজাহান সাংবাদিকদের বলেন, “সোমবার শেষ রাতের দিকে সংঘবদ্ধ কয়েকজন ডাকাত আমার বাড়ির নিচতলার বারান্দার গেট কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারা প্রথমে আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে আমার স্ত্রীকে তার গলার ও কানের স্বর্ণালংকার খুলে দিতে বলেন।”
“আমার স্ত্রী সেগুলো খুলে দিলে ডাকাতদল আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের প্রথম তলা ও মেয়েদের দ্বিতীয় তলার ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।”
সবমিলিয়ে ডাকাতদল ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুই লাখ টাকা লুটে নিয়ে গেছে বলে দাবি করেন শাহজাহান।
তিনি বলেন, “ডাকাতরা সবমিলিয়ে ১০-১২ জন ছিল। ডাকাতি করে চলে যাবার সময় ডাকাতদল বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে গেছে।”
ওসি মো. রেজাউল করিম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”