হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
Published : 25 Dec 2024, 07:29 PM
বগুড়ায় শ্রমিক লীগের আলোচিত নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার রাতে বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন ডিবির ওসি ইকবাল বাহার।
গ্রেপ্তার তুফান সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই।
তুফান সরকার শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। কিশোরীকে ধর্ষণ ও মা-মেয়ের মাথা মুণ্ডন করে দেওয়ার অভিযোগে আলোচনায় আসার পর তাকে বহিষ্কার করা হয়।
ওই ঘটনায় করা মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
এর মধ্যে ২০২২ সালের ১০ জানুয়ারি তিনি জামিনে কারাগার থেকে বের হন তুফান সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান।
গত ২৭ সেপ্টেম্বর দুদকের করা মামলায় তার ১৩ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত।
ওসি ইকবাল বাহার জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর হত্যাসহ একাধিক মামলায় তুফান সরকারকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পরে তুফান সরকারকে আদালতে পাঠানো হয়েছে।
পুরানো খবর
বগুড়ায় শ্রমিক লীগের আলোচিত তুফান সরকারের ১৩ বছরের কারাদণ্ড
তুফানের ফাঁসি, তার স্বজনদের মাথা ন্যাড়া করার দাবি
ধর্ষণ ও মুণ্ডন: বগুড়ার সেই ছাত্রী অভিভাবকের জিম্মায়