বগুড়ায় তরুণীকে ধর্ষণের জন্য শ্রমিক লীগ নেতা তুফান সরকারের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল।
Published : 02 Aug 2017, 07:10 PM
সেই সঙ্গে ধর্ষিত তরুণীর উপর তুফানের স্বজনরা যে নির্যাতন চালিয়েছিলেন, তাদেরও একই শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
বগুড়ার ঘটনার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনটির সভানেত্রী।
আফরোজা আব্বাস বলেন, “ওই ঘটনায় রিমান্ডে নেওয়া হয়েছে রুমকী ও তুফান সরকারকে। এই রিমান্ড লোক দেখানো।
“আমি সরকারের কাছে অনুরোধ করছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি সত্যিকার অর্থে তাদেরকে রিমান্ডে নিয়ে থাকেন, তাহলে রুমকী, তার মা ও শ্বাশুড়ির চুল ন্যাড়া করে দেবেন। দেশের মহিলাদের পক্ষ থেকে এটাই আমাদের দাবি।”
“এরপর তুফান সরকার, তার ভাইসহ তাদের সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অবশ্যই তাদের ফাঁসি চাই,” বলেন আফরোজা।
মহিলা দলের এই মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বক্তব্য রাখেন।
বগুড়ার এই ধর্ষণকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতাকে দায়ী করেন মঈন খান।
“যে বা যারা এই কাজ করছে, তাদের উপর সরকারের অথবা যারা ক্ষমতাবান, তাদের রহমত যদি না থাকে তাহলে কে এই ধরনের অপকর্ম করতে সাহস করবে?”
“আমি অত্যন্ত আশঙ্কার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আজকে বাংলাদেশকে কোন রাহুগ্রাস আচ্ছন্ন করে দিল, সেটা আমাদের প্রশ্ন। আমরা কি আফ্রিকার জঙ্গলে বাস করছি, না কি একটি সভ্য দেশে বাস করছি?”
এই অবস্থায় আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী মঈন খান।
বগুড়ায় ‘ধর্ষণের শিকার’ কিশোরী ও তার মায়ের মাথা মুণ্ডনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
“যদি দেশের চিফ জাস্টিস কথা বলতে না পারেন, তাহলে আমরা বিগত ১০ বছর যাবত যে কথা বলে এসেছি আজকে কি সেটা সত্যে প্রমাণিত হয়নি? বুঝতে হবে যে এভাবে একটি দেশ চলতে পারে না।”
রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে একদলীয় শাসনের অভিযোগ তুলে বলেন, “বাকশাল এখন অন্য কায়দায়, অন্য ফর্মে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা।”
আওয়ামী লীগ আমলে আনা সংবিধানের ষোড়শ সংশোধন অবৈধ ঘোষণা করে জিয়াউর রহমান আমলে প্রতিষ্ঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনার রায়েও স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতা।
“আজকে গোটা জাতি যখন বন্দি একদলীয় দুঃশাসনের করাল গ্রাসের মধ্যে, সেই সময়ে মাননীয় প্রধান বিচারপতি এক অসীম সাহসিকতায় রায়টি দিয়েছেন।”
মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় এই মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেতা পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়াও বক্তব্য রাখেন।