পুলিশ জানায়, লাশের মুখ কাপড় দিয়ে বাঁধা এবং মাথার এক দিকে থেতলানো ছিল।
Published : 18 Mar 2025, 03:53 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আবর্জনার স্তূপের নীচ থেকে কাপড় দিয়ে মুখ বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে উপজেলার মহেশপুর এলাকায় লাশটি পাওয়া যায় বলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান।
পুলিশ জানায়, নিহত বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে।
ওসি জুলফিকার বলেন, মহাসড়কের পাশে আবর্জনার স্তূপে স্থানীয়রা একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
“এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তা চাওয়া হয়েছে। রংপুর থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে।”
লাশের মুখ কাপড় দিয়ে বাঁধা এবং মাথার এক দিকে থেতলানো ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।