তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক।
Published : 11 Feb 2025, 12:45 AM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের অপসারণ দাবিতে সোমবার সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে শিক্ষার্থীরা চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শিক্ষার্থীরা দাবি করে, মাহবুবুর রহমান তারেক স্কুলে যোগদান করার পর থেকে অনিয়ম-দুর্নীতিতে জড়িতে পড়েন। তিনি ছিলেন বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ঘনিষ্ঠ।
পরে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক।
তিনি বলেন, “সড়ক অবরোধে সাধারণ শিক্ষার্থীরা ছিল না। বিদ্যালয়ের সভাপতি হিসেবে অ্যাডভোকেট রহিমের নাম প্রস্তাব করায় প্রতিপক্ষের লোকজন বহিরাগত লোকজন দিয়ে আমার অফিসে হামলা-ভাঙচুর চালায়। আগেও আমার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আনা হয়। একাধিক তদন্তে দুর্নীতির কোনো সত্যতা পাওয়া যায়নি। এখানে দুইজন শিক্ষক আমার বিরুদ্ধে আছেন।”
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।”