জ্বর আসার পর শিশুটিকে নিয়ে বাবা চিকিৎসকের কাছে যান; ফেরেন লাশ নিয়ে।
Published : 22 Feb 2025, 06:21 PM
কুমিল্লার মুরাদনগরে শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এলাকাবাসী ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।
শনিবার দুপুরে মুরাদনগর সদরের উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয় বলে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান।
আটক আবু নাইম (৪৮) মুরাদনগর সদর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পরকীয়ার সন্দেহে আবু নাইম তার স্ত্রীকে সন্দেহ করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত তার।
শিশুটির মা শাহিদা আক্তার বলেন, “জন্মের পর থেকেই শিশুপুত্র আব্দুল্লাকে নিয়ে তার সন্দেহ তৈরি হয়। আবু নাঈম ১৬ মাস বয়সি আব্দুল্লাহকে হত্যার চেষ্টা করে আসছিল। এ নিয়ে আমার সঙ্গে ঝগড়া-বিবাদ হয়েছে অনেক।”
শিশুটির মা আরো বলেন, “শুক্রবার থেকে আমার ছেলের শরীরে জ্বর। সকালে তার বাবাকে বলে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম। তখন সে বলে, ‘তুমি বাড়িতে থাক, আমি নিয়ে যাচ্ছি’। এ কথা বলে সে আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। তারপর আর যোগাযোগ করতে পারিনি।
“দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলের লাশ নিয়ে বাড়িতে ফেলে রেখে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা নাঈমকে আটক করে পুলিশে দেয়।”
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে শিশুটির লাশ পাঠানো হয়েছে।”