“এই কমিটি যতোদিন বাতিল না করা হবে ততোদিন আমাদের আন্দোলন চলবে।”
Published : 28 Jan 2025, 12:01 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।
সোমবার বিকালে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পর সংবাদ সম্মেলনও করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা মহাসিন শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া।
মহাসিন শেখ বলেন, “১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে থানা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন।
এর ১১ দিন পর রাতের আধাঁরে ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও মো. সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, “সেখানে আর্থিক বাণিজ্য করে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে সভাপতি করা হয়। যাকে সভাপতি করা হয়েছে তিনি কোনদিন জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মীও ছিলেন না।
“আমরা এই কমিটি অনতিবিলম্বে বাতিলের দাবী জানাই। এই কমিটি যতোদিন বাতিল না করা হবে ততোদিন আমাদের আন্দোলন চলবে।”
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “হিরণ ইউনিয়নের যুবদল যে কমিটি ঘোষণা করা হয়েছে, এটি সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নাই।”