একদিন আগে নরসিংদীতে মেঘনা নদীর মাঝেরচরে অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে এলাকাবাসীর ওপর হামলা করা হয় বলে জানায় পুলিশ।
Published : 16 Jan 2024, 06:38 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীর মাঝেরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে এলাকাবাসীর পক্ষে আদিল মাহমুদ মামলাটি করেন বলে জানিয়েছেন রায়পুরা থানার এসআই আরিফ রব্বানী।
তিনি জানান, মামলায় বালু উত্তোলনে জড়িত আবুল মেম্বার ও তার ছেলে শাহরিয়ারের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহর চরের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮) এবং একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শিপন মিয়া (৩০)।
মামলার বরাতে এসআই আরিফ বলেন, চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় লোকজন নিষেধ করেন। এ সময় বালু উত্তোলনকারীদের সঙ্গে এলাকাবাসীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারাল অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ঘিরে ফেলেন।
“এ সময় বালু উত্তোলনে জড়িত আবুল মেম্বারের নির্দেশে বালু উত্তোলনে জড়িতদের হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়। আহতরা রায়পুরা ও ভৈরবের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”
দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে; বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই আরিফ।
আরও পড়ুন: