মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকায় এ বছর ঈদযাত্রায় ‘ভিন্ন চিত্র’ দেখা যেতে পারে বলে চালক ও যাত্রীরা মনে করছেন।
Published : 21 Mar 2025, 12:51 PM
এবার ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজটের শঙ্কায় আছেন গণপরিবহনের চালক ও যাত্রীরা।
ছয় লেনের নির্মাণ কাজ চলার পাশাপাশি মহাসড়কের খানাখন্দ, সড়ক ঘেঁষে গড়ে ওঠা অবৈধ হাট-দোকানপাট ও থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল ভোগান্তি বাড়াবে বলে মনে করছেন তারা।
তবে ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ, অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানামুখি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নরসিংদীর এসপি মো. আব্দুল হান্নান।
এ পথে চলাচল করা পরিবহন চালক ও যাত্রীরা বলছেন, নরসিংদীর ৫৫ দশমিক ৬ কিলোমিটার অংশে মহাসড়কের উপর অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটে পড়তে হয়। প্রতি বছর ঈদযাত্রায় দেশের অন্য মহাসড়কের তুলনায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলা অংশে ভোগান্তি কম হয়।
যদিও মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকায় এ বছর চিত্র পাল্টে গেছে।
খানাখন্দ ও বিকল্প চলাচলের রাস্তা অপ্রশস্থ হওয়ায় রোজার শুরুতেই ধীরগতিতে যানবাহন চলাচল করতে হচ্ছে।
ঈদযাত্রায় মহাসড়কের মাধবদী, শেখেরচর, পাঁচদোনা, সাহেপ্রতাপ, ভেলানগর, ইটাখোলা, মরজাল, বারৈচাসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ও বাজারে যানজট সৃষ্টি ও ভোগান্তি বাড়বে।
ইটাখোলা ও ভৈরব হাইওয়ে পুলিশ বলছে, রোজা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের থানা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি ও ছিনতাই রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত জনবলের সঙ্গে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা।
এ ছাড়া মহাসড়কে থ্রি-হুইলার যান চলাচল বন্ধের জন্য মাইকিং করা হচ্ছে।
নরসিংদীর এসপি আব্দুল হান্নান বলেন, ছয় লেনের কাজ চলমান থাকায় এবার মহাসড়কের চিত্র অনেকটা ভিন্ন। রোজার শুরু থেকেই নিয়মিত জনবলের সঙ্গে দায়িত্ব পালন শুরু করেছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা।
মহাসড়কে থ্রি-হুইলার যান চলাচল বন্ধের জন্য মাইকিং করাসহ ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন এনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মহাসড়কে যানজট নিরসনের জন্য জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
এসপি বলেন, “এ ছাড়া মহাসড়কে চলমান সংস্কার কাজের জন্য মোড়ে মোড়ে যান চলাচলের জন্য তৈরি বিকল্প রাস্তার সংস্কারের জন্য ঠিকাদারদের অনুরোধ করা হয়েছে।
“মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক তিনটি টহল দল কাজ করছে।
“আমরা আশা করছি, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ও পরিবহন চালকদের ভোগান্তি হবে না।”