মঙ্গলবার রাত ২টা থেকে আরিচা-কাজিরহাট ও রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
Published : 22 Jan 2025, 11:37 AM
ঘন কুয়াশার কারণে সাময়িক বন্ধের পর মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচার সঙ্গে রাজবাড়ির দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বুধবার সকালে নদীতে কুয়াশা কেটে যাওয়ায় দুই পথে ফেরি চলাচল শুরু করেছে। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল সাড়ে ৯টা থেকে এবং আরিচা-কাজিরহাট নৌপথে পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার রাত ১টার পর থেকে নদীতে কুয়াশা বেড়ে যায়। ঘনকুয়াশার কারণে নৌরুটের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ২টা থেকে আরিচা-কাজিরহাট ও রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সেসময় কাজিরহাট রুটে মাঝ নদীতে দুইটি ও দৌলতদিয়ার পথে তিনটি ফেরি আটকে পড়েছিল, কুয়াশা কেটে যাওয়ায় সেগুলোও তীরে ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।