অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা আহত হয়েছেন।”
Published : 22 Mar 2025, 03:26 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার ভাজাবনিয়া চিতারকুম এলাকার শূন্যরেখার পাশে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল করিম।
আহতরা হলেন- তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) এবং ভাজাবনিয়া এলাকায় বসবাসরত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)।
স্থানীয়রা বলছিলেন, রাতের আঁধারে দুজন হয়ত কাঁটাতারের বেড়া অতিক্রম করে চোরাচালানের পণ্য আনা-নেওয়া করছিলেন। তখন হয়ত আরাকান আর্মির দখলে থাকা এলাকা থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়।
এতে বাম পায়ের দুইস্থানে গুলি লাগে জাহাঙ্গীরের। আর নুর হোসাইন সামান্য আহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, “আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি এবং একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে কী কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয় বলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।