নৌ পুলিশ জানায়, গাড়িটি পদ্মা নদীতে পরে এক কিলোমিটার দূরে ভেসে যায়।
Published : 14 Mar 2024, 02:54 PM
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি থেকে নেমে সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কভার্ড ভ্যান পদ্মা নদীতে পড়ে গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৭ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে বলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদউদ্দিন জানান।
ঘটনার পরপরই চালক মো. শাহিন শেখকে স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এসআই ফরিদউদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে আসা ওই কভার্ড ভ্যানটি ৭ নম্বর ফেরি ঘাটে নামে। পরে ঘাটের সংযোগ সড়ক দিয়ে মূল সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পরে এক কিলোমিটার দূরে ভেসে যায় গাড়িটি।
ঘটনার পরপরই চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নদী থেকে কভার্ড ভ্যানটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।