৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান ফিরোজ।
Published : 20 Sep 2024, 07:36 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে ঢাকার ধামরাই উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে উপজেলার কুশিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান।
গ্রেপ্তার ফিরোজ হোসেন (৩০) ধামরাইয়ের কাছৈর গ্রামের মীর হোসেনের ছেলে।
র্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে উপজেলার গাইরাকুল এলাকার শুকুর আলীকে কুপিয়ে হত্যা করেন ফিরোজ। এ ঘটনায় শুকুর আলীর ছেলে বাদী হয়ে ফিরোজকে আসামি করে হত্যা মামলা করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে ২০২২ সালের ৯ নভেম্বর আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। রায় ঘোষণার পর থেকে ফিরোজ কারাগারে বন্দী ছিলেন।
দুপুরে লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফিরোজকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরদিন ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে অনেক বন্দী পালিয়ে যান। তাদের মধ্যে ফিরোজও ছিলেন।