রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে।
Published : 02 Feb 2025, 12:45 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন একদল বিক্ষোব্ধ শিক্ষার্থী।
এর আগে শনিবার সন্ধ্যা থেকে এ দাবিতে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সঙ্গে আলোচনায় বসে।
আলোচনা শেষে রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম সাংবাদিকদের বলেন, “আজ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করতে পারেনি। আগামী ৬ তারিখের আগে যদি প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা না করে তাহলে ৯ ফেব্রুয়ারি থেকে হতে যাওয়া ভর্তি পরীক্ষা আটকে দেওয়ার কথা বলে এসেছি।”
তিনি বলেন, “তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা হতে দেব না।”
আগের ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি।