এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Published : 02 Feb 2025, 08:08 PM
পিরোজপুরের কাউখালী উপজেলায় ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান।
দণ্ডিত আমিনুল ইসলাম ওরফে জগৎ রানার (৫০) বাড়ি ওই উপজেলায়।
রায়ে যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ওই উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আসামি রানা উত্যক্ত করতেন। ২০২০ সালের ১০ এপ্রিল সকালে ওই স্কুলছাত্রীকে বাসায় রেখে তার মা বোনের বাড়িতে যান।
এরপর স্কুল ছাত্রী তার খালার বাড়িতে যায়। পরে সেখান থেকে একা বাড়ি ফেরার পথে আসামি ওই ছাত্রীর পথ রোধ করে তাকে ধরে নিয়ে নিজ বাড়িতে ধর্ষণ করেন।
পরে স্কুল ছাত্রী পরিবারকে জানালে তার মা বাদী হয়ে ওই দিন রাতেই কাউখালী থানায় রানাকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।