তিন ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
Published : 30 Jun 2024, 05:50 PM
ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির করায় তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে শহরের মুজিব সড়কে অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান।
তিনি বলেন, ওই এলাকায় ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। ফলে তিন দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।