ব্যস্ততম সময়সূচির মধ্যে বিশেষ ট্রেনগুলো ছাড়ায় অন্য ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
Published : 29 Jan 2023, 01:48 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে ‘বিশেষ ট্রেনে’ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাটোর থেকে রাজশাহী গিয়েছেন।
নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেনে করে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেও ব্যস্ততম সময়সূচির মধ্যে বিশেষ ট্রেনগুলো ছাড়ায় অন্য ট্রেনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
নাটোর থেকে বিশেষ ট্রেনটি রোববার সকাল ৯টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি নাটোর স্টেশন থেকে না ছেড়ে পাঁচ স্টেশন পেছনে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে মাধনগর স্টেশন থেকে ছাড়ে।
বিশেষ ট্রেনের কারণে ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনটি মাধনগর স্টেশনে আধা ঘণ্টা দাঁড়িয়ে ছিল বলে জানান যাত্রীরা।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবতী জানান, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ ট্রেন ‘নাটোর স্পেশাল’, ‘সান্তাহার স্পেশাল’ এবং ‘জয়পুরহাট স্পেশাল’ এই তিনটি বিশেষ ট্রেনই রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
প্রধানমন্ত্রীর রাজশাহীতে জনসভা উপলক্ষে আওয়ামী লীগ নেতারা অগ্রিম টিকিটের বিনিময়ে বিশেষ ট্রেনগুলো ভাড়া নিয়েছে।
ট্রেনের বগির ভেতরে সিট না পেয়ে অনেকে ছাদে চেপে সমাবেশে গেছেন। সমাবেশ শেষ হলে পুনরায় বিশেষ ট্রেনগুলো নেতাকর্মীদের নিয়ে রাজশাহী স্টেশন থেকে গন্তব্যস্থলে ছেড়ে যাবেন বলে জানান অশোক।
নাটোর রেলওয়ে স্টেশনে কথা বলার সময় ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনের কয়েকজন যাত্রী জানান, বিশেষ ট্রেনের কারণে ‘উত্তরা এক্সপ্রেস’ বিভিন্ন স্টেশনে বাড়তি সময় দাঁড়াচ্ছিল।
মাহিন হোসেন নামে ‘উত্তরা এক্সপ্রেস’-এর এক যাত্রী বলেন, জয়পুরহাট উপজেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তিনি। অন্যদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।
কিন্তু রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছায়।
আরমান হোসেন নামে অপর যাত্রী বলেন, সকাল ৮টা থেকে নাটোর স্টেশনে ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেনের জন্য অপেক্ষা করছেন তিনি। পরে সকাল সাড়ে ১০টায় ট্রেন আসে। এতে তার মত অনেক যাত্রীর ভোগান্তিতে পড়তে হয়।
ভোগান্তির বিষয়ে জানতে চাইলে অশোক কুমার চক্রবর্তী বলেন, “এক লাখ ২৪ হাজার ১২৮ টাকায় ট্রেনের সবগুলো টিকেট বিরকুৎসা থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।
“পরে অফিসের একটু ভুলের কারণে সেটা নাটোর টু রাজশাহী হয়। এ কারণে উত্তরা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের একটু ভোগান্তি হয়।”