এ ঘটনায় কভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
Published : 01 Apr 2024, 02:05 AM
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলে কভার্ড ভ্যানের ধাক্কায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্য গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
নিহত সিদ্দিকুর রহমান খান (৬৫) বনপাড়া পৌর শহরের অফিস পাড়ার রাজেন খানের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি ও পেশায় একজন নির্মাণ ঠিকাদার ছিলেন।
স্থানীয়দের বরাতে আবু সিদ্দিক বলেন, বনপাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান খান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ছিদ্দিকুর রহমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কভার্ড ভ্যানটি ও চালককে আটক করা হয়েছে; এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]