এ পর্যন্ত বরিশাল বিভাগে ১৭ হাজার ৭৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
Published : 30 Nov 2023, 12:06 PM
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।
মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
মৃতরা হলেন- বানারীপাড়া উপজেলার সুরা রানী (৫০) এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আব্দুস ছত্তার (৮০)।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, গত শুক্রবার আব্দুস ছত্তার এবং সোমবার সুরা রানী
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪৬৮ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগে ১৭ হাজার ৭৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৪৪ রোগী বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]