কাতারে আগুনে ফেনীর ২ যুবকের মৃত্যুর খবর

মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 04:19 PM
Updated : 7 Nov 2023, 04:19 PM

কাতারের দোহায় মোটরসাইকেল গ্যারেজে আগুন লেগে ফেনীর দুই যুবক নিহতের খবর জানিয়েছে পরিবার।   

তারা হলেন- ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার দোস্ত মোহাম্মদ ভূঞা বাড়ির মাঈন উদ্দিন মানু মিয়ার ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫) এবং দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের অসিমিয়া চৌধুরী বাড়ির আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ (৩৮)। 

রোববার স্থানীয় সময় রাতে দোহারের ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, “প্রায় ১০ বছর ধরে ফরহাদ দোহারে বসবাস করছিলেন। রোববার রাতে একটি মোটরসাইকেল গ্যারেজে বিস্ফোরণের পর আগুনে তার মৃত্যু হয়েছে। বাড়িতে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।” 

ফরহাদের আকস্মিক মৃত্যুর খবর শুনে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা বার বার মূর্ছা যাচ্ছেন বলে তিনি জানান। 

এ দিকে ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার বলেন, “প্রায় ৬ বছর ধরে কাতারের ওই গ্যারেজে কাজ করতেন মাহফুজ। সবশেষ আট মাস আগে তিনি বাড়িতে এসেছিলেন। তার নয় মাস বয়সি একটি সন্তান রয়েছে।”

সোমবার তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে বাড়িতে শোকের ছায়া নেমে আসে; মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি। 

প্রবাসী দুই যুবক নিহতের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নিহত মাহফুজের বাড়িতে যান ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 

এ সময় মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। 

কাতারে বিস্ফোরণে ফেনীর দুই যুবক নিহতের বিষয়টি স্থানীয়ভাবে জেনেছি বলে জানান ফেনী পুলিশ সুপার জাকির হাসান। 

ওই দুই যুবকের পরিবার জানিয়েছে, দুর্ঘটনায় মোট ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীর এক যুবকও রয়েছেন।