কুষ্টিয়ায় সড়কে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তাসহ দুইজন

দুর্ঘটনার পর চালকরা পরিবহন নিয়ে পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 11:30 AM
Updated : 12 March 2023, 11:30 AM

কুষ্টিয়া সদর উপজেলায় পৃথক স্থানে সড়কে প্রাণ হারিয়েছেন এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন।

রোববার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের দবির মোল্লা রেলগেট এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ  দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায়।

নিহত ২৬ বছর বয়সী সামস তবরেজ লিখন শহরতলীর দেশওয়ালী পাড়ার মো. বশিরুল ইসলামের ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের ঢাকার একটি ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

অপর নিহত ৩৮ বছর বয়সী আবদুর রউফ লাহিনী এলাকার সোবিজ উদ্দিনের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ পরিদর্শক দেবব্রত রায় জানান, লিখন সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা করেন।

পথে সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান লিখন।

অপরদিকে সকাল ৮টায় একই সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের ধাক্কায় পথচারী আবদুর রউফ নিহত হয়েছেন।

খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তবে দুর্ঘটনার পর চালকরা পরিবহন নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন দেবব্রত।