রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ

“এ সময় উভয়পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে গোলাগুলি হয়।“

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 10:56 AM
Updated : 14 March 2023, 10:56 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা শিবিরের বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর আশ্রয় শিবিরের বি-৩৫ ব্লকের নুর কামালের ছেলে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিককে (৩০) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মঙ্গলবার সকালে বালুখালী ৮-ইস্ট আশ্রয় শিবিরের বি-৩৫ ব্লকে বহিরাগত কিছু দুষ্কৃতকারী সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা চালায়। এতে ক্যাম্পে অবস্থানকারী প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের বাধা দেয়।

“এ সময় উভয়পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে গোলাগুলি হয়। গোলাগুলির ঘটনায় ২-৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।”

ওসি বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রফিককে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

“প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। তারপরও পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”