ট্রাক্টর দিয়ে ক্ষেতে হালচাষ করছিলেন রাজু। মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে তিনি ও তার সহকারী নিহত হন।
Published : 05 Feb 2024, 03:27 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হালচাষের ট্রাক্টর উল্টে দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছে একজন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন-তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ট্রাক্টর চালক রাজু আহমদ (২৬) ও চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে চালকের সহকারী হালিম উদ্দিন (১৫)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ট্রাক্টর দিয়ে ক্ষেতে হালচাষ করছিলেন রাজু। পরে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টরটি উল্টে গেলে তিনি ও তার সহকারী নিহত হন।
আহত একজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেন নাই।
তিনি বলেন, নিহতদের লাশ হাসপাতালে রয়েছে; তাদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছে। জেলা প্রশাসন অনুমতি দিলে হস্তান্তর করা হবে।