রাজশাহীতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মারামারি, হামলা-ভাঙচুর

এ সময় আহত হয়েছেন দুজন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2022, 10:15 AM
Updated : 10 Dec 2022, 10:15 AM

রাজশাহীতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মারামারির পর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন দুজন।

শুক্রবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে রাজপাড়া থানার নতুন বিলশিমলার বন্ধ গেট এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।

শনিবার রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।  

বাড়িতে হামলার সময় আহত রিফাত ও রায়হানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি সিদ্দিকুর রহমান বলেন, “শুক্রবার রাতে ব্রাজিল হারার পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করেন। এ সময় ব্রাজিল সমর্থক আবদুল কুদ্দুসের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে আর্জেন্টিনা সমর্থকরা আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা চালায়।“

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

আরও পড়ুন:

Also Read: ব্রাজিল-আর্জেন্টিনার খেলা নিয়ে তর্কাতর্কির জেরে খুন

Also Read: ভোলায় ‘খাওয়া নিয়ে’ আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত