ধুনটের বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ ও কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজের কেউ পাস করেনি।
Published : 08 Feb 2023, 10:38 PM
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার বগুড়ার দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
প্রতিষ্ঠান দুটি হলো ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ ও কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ।
বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানিয়েছেন, এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।
বুধবার প্রকাশিত ফলাফলে জানা যায়, রাজশাহী বোর্ডে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নয়। সেগুলোর মধ্যে রয়েছে নাটোরের ৩টি, বগুড়ার ২টি, রাজশাহীর ১টি, জয়পুরহাটের ১টি, সিরাজগঞ্জের ১টি এবং নওগাঁর ১টি।
ধুনটের বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই ফেল করেছেন।
ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রন্জন কুমার জানান, “কলেজের পাঠদানের অনুমতি আছে। এমপিও ভুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে। কলেজের শিক্ষকসহ স্টাফ সংখ্যা ২৪ জন। শিক্ষার্থী ভর্তি হয় না। বলে কয়ে নিয়ে আসি।”
কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছেন।
এই কলেজের অধ্যক্ষ আনিসুল ইসলামকে ফোন দিলেও তিনি ধরেননি।
কাহালু উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেছেন, “এদের কেন পাঠ দানের অনুমতি দেওয়া হয়! কাগজে-কলমে প্রতিষ্ঠান। সরকারের ভাবমূর্তি এরাই নষ্ট করে। এমন সব প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা উচিত।”
বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়ার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি আছে। এমপিও ভুক্ত প্রতিষ্ঠান নয়।
“ওই দুই প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য শিক্ষার্থীদের খুঁজে এনে ফরম ফিলাপ করানো হয়। তবে এ বিষয়ে নির্দেশনা এখনও হাতে পাইনি। পেলে বিধি শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কারণগুলো কলেজ প্রধানদের থেকে জানতে চাওয়া হবে।”
শিক্ষা প্রতিষ্ঠান করে এমপিও করার নামে শিক্ষা ব্যবসা বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন।