নরসিংদীতে প্রবাস ফেরত ব্যক্তিকে হত্যায় আসামির জবানবন্দি

ওসি বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 06:13 PM
Updated : 10 Nov 2023, 06:13 PM

নরসিংদী শহরে বাসার ছাদে প্রবাস ফেরত কামরুজ্জামানকে (৪৫) গলা কেটে হত্যার মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার রাতের এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রবিন (২৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার বিকালে তিনি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, মাধবদী থানার মহিষাশুড়া এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার বাসিন্দা।

Also Read: নরসিংদীতে প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা

বুধবার সন্ধ্যায় শহরের সাটিরপাড়া বাসা থেকে বের হন কামরুজ্জামান। পরে রাত ৯টার দিকে শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার গুরুদাসের তিনতলা বাড়ির ছাদে তার গলা কেটে মরদেহ পাওয়া যায়। তিনি প্রায় এক দশক সৌদি আরবে ছিলেন। তিন মাস আগে দেশে ফিরে শহরে ছাত্র পড়ানো শুরু করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার কামরুজ্জামানের ছোট ভাই শামসুজ্জান সোহেল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় হত্যা মামলা করেন।

ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থল থেকে আলামত, সন্দেহভাজন হত্যাকারীর মোবাইল ফোন এবং বাড়ির পাশ থেকে তার গায়ের রক্তমাখা কাপড়-চোপড় উদ্ধার করা হয়। এসবের সূত্র ধরেই মহিষাশুড়া এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।