তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবহার্য পোষাক, পণ্য ও খাদ্যাভাস তুলে ধরবেন।
Published : 11 Jan 2025, 12:52 AM
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় ৪৫টি অনুষ্ঠানমালার উৎসব ‘হারমোনি উৎসব’।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কাকিয়াছড়া মাঠে এই উৎসবের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে উপজেলার ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবহার্য পোষাক, পণ্য ও খাদ্যাভাস তুলে ধরবেন।
উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আর্থিক সহযোগিতার দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের কাছে মৌলভীবাজারের বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠানটি শেষ হবে। যেখানে ২৬টি নৃ-গোষ্ঠীর ৪৫টি পরিবেশনা থাকবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উর-নবী, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “এই উৎসব প্রমাণ করে প্রকৃতির বৈচিত্র্যের মাঝে মানুষেরও বৈচিত্র্য আছে; ‘হারমোনি ফেস্টিভাল’ তারই একটি মেল বন্ধন। পৃথিবীতে যেখানেই প্রাকৃতিক বৈচিত্র্য আছে সেখানেই গড়ে উঠছে ইকো ট্যুরিজম।
প্রকৃতি নির্ভর এলাকার এমন মানুষদের নিয়ে ট্যুরিজম শিল্পকে উন্নত করার কথাও বলেন তিনি।