নদীর মাঝখানে কাছিমটি অবমুক্ত করা হয়, বলেন গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা।
Published : 25 Nov 2024, 12:15 AM
পটুয়াখালীর গলাচিপায় আগুনমুখা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের ‘দুর্লভ’ কাছিম।
রোববার সকালে নদীর পানপট্টি পয়েন্টে সাইফুল ইসলাম নামের জেলের জালে কাছিমটি আটকা পড়ে।
পরে বিকাল একই পয়েন্টে নদীর মাঝখানে কাছিমটি অবমুক্ত করা হয় বলে গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান।
জেলে সাইফুল ইসলাম বলেন, ইলিশ ধরার জন্য শনিবার রাত সাড়ে ৩টার দিকে জোয়ারের সময় আগুনমুখা নদীতে জাল ফেলেন তিনি। ভোরে তিনজন মিলে ওই জাল তোলার সময় কাছিমটি উঠে আসে।
কাছিমটি লোন্দা স্লুইস গেইটে আনা হলে এক নজর দেখার জন্য শত শত লোক ভিড় করে।
এ্যানিমল লাভার্স অব পটুয়াখালী ও প্রাণীকল্যাণ পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো. সোহেল হোসেন রাসেল খবর পেয়ে সেখানে যান।
একই এলাকার জেলে মো. ফারুক মিয়া ও ওয়াসিম মৃধার ভাষ্য, এ ধরনের কাছিম আর কোনো দিন জেলেদের জালে ধরা পড়েনি এবং তারা কখনও দেখেননি।
গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলপাইরাঙ্গা এ কাছিম বাংলাদেশে পান্না কাছিম নামেও পরিচিত।”
গলাচিপা পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো. জামাল হোসেন বলেন, “আমার ২৪ বছরের চাকরির জীবনে এতবড় সামুদ্রিক কাছিম আর দেখিনি।”