সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ৩৭ কারখানার মালিক।
Published : 02 Dec 2024, 09:08 PM
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় চাড়িপুর বিসিক শিল্প নগরীতে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করেছেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ৩৭ কারখানার মালিক সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে সোমবার বিকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
ফেনী বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির (চাড়িপুর) আয়োজনে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সহ-সভাপতি মাঈন উদ্দিন কামরান।
তিনি বলেন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে চাড়িপুর বিসিক শিল্প নগরীতে ৩৭ কলকারখানা উৎপাদনে রয়েছে। এসব কারখানায় চার হাজার লোক কাজ করেন। সম্প্রতি ভয়াবহ বন্যায় শিল্প নগরী পাঁচ ফুট পানিতে তলিয়ে ছিল।
উৎপাদিত মালামাল, কাঁচামাল, মেশিনসহ কোনো কিছুই বের করা যায়নি। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে সহায়তার প্রয়োজন। স্বল্প সুদে ঋণ সহায়তা করলে কারখানাগুলো চালু থাকবে। না হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে।
তিনি বলেন, বন্যায় শুধু তার প্রতিষ্ঠান সামছুদ্দিন টাওয়ালস লিমিটেডে দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। কারখানায় নতুন সব মেশিন ও উৎপাদিত পণ্য নষ্ট হয়েছে।
ফেনী চাড়িপুর বিসিক শিল্প নগরীর কোষাধ্যক্ষ আতাউর রহমান টিটু বলেন, শিল্প নগরী থেকে বছরে ৫৭ কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স পায় সরকার। কোভিড-১৯ এর পর গ্যাস ও বিদ্যুৎ বিল বেড়ে গেছে। সেই সময় কারখানাগুলো ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করেছিল সরকার। আবার এমন প্রণোদনা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
বন্যার চার মাস পার হলেও কোনো সহায়তা মেলেনি; এতে মালিকের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী নেতা।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জালাল উদ্দিন বাবলু, রেমিটেন্সে শীর্ষে অবস্থান করা ফেনীতে বন্যা পরবর্তী তেমন সরকারি সহায়তা মেলেনি। ব্যবসায়ীদের না বাঁচালে উৎপাদন ব্যাহত হবে।
ব্যবসায়ীদের পাশে না দাঁড়ালে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফেনী চাড়িপুর বিসিক শিল্প নগরীর মালিক সমিতি, কারখানা মালিক, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা উপস্থিত ছিলেন।