পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ ঘর থেকে বের হতে না পারায় সেখানেই পুড়ে মারা যান বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
Published : 18 Nov 2023, 05:52 PM
নওগাঁর মান্দা উপজেলায় কুপি বাতি থেকে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী।
নিহত সমসের আলী (৭০) মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের প্রয়াত সুবিদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মোজাম্মেল হক জানান, সমসের দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে নিয়ে ওই গ্রামের সরকারি পুকুর পাড়ে ঘর তুলে বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করেন।
ঘটনার দিন রাত ১০টার দিকে কুপি বাতি থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সমসের পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় আগুন লাগার পর ঘর থেকে বের হতে না পারায় সেখানেই পুড়ে মারা যান বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি মোজাম্মেল হক।