ওই দুই শিশুর মায়ের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক।
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে আসা আরেকজন মারা গেছেন।
রোববার দুপুরে ইজতেমা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান বলে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মো. হামিদুল হক জানান।
প্রয়াত মাসুদুর রহমান (৫৮) জামালপুরের বকশিগঞ্জ উপজেলার রাজা মিয়ার ছেলে।
এ নিয়ে এবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হলো।
স্বাস্থ্য পরিদর্শক হামিদুল হক জানান, মাসুদুর রহমান দুপুর দেড়টার দিকে ইজতেমা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ওই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, এর আগে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের আরও ছয় জন মুসল্লির মৃত্যু হয়েছে।