Published : 15 Oct 2023, 12:18 PM
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় যুবলীগ কর্মী আসাদুজ্জামান আসাদ হত্যার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মুক্তাগাছার ইউএনও এ কে এম লুৎফর রহমান বলেন, “আসাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুটি পক্ষ সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
২৮ অগাস্ট রাতে পৌর শহরের আটানী বাজারে আসাদকে কুপিয়ে ফেলে রেখে যায় একদল দুর্বৃত্ত। পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আসাদের ছেলে তাইব হাসান আনন্দ বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুবুল হাসান মনিসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: