র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
Published : 27 Mar 2025, 02:52 PM
নরসিংদীর পলাশ উপজেলায় যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন (৫০) পলাশ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ১০ মার্চ বিকালে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি।
পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে নিয়ে যেতে রাজি হন চালক। এতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে চালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। এক পর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেয় হিমেল ও তার সহযোগীরা।
র্যাব আরও জানায়, এই জেরে ওই দিন রাত ৮টার দিকে ছুরি, ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা।
মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া।
এসময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে বাবা-ছেলেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। পরে নিহতের পরিবার বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা করেন।
মেজর সাদমান ইবনে আলম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন; তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।