গাজীপুরে আগুনে ঝুটের গুদাম পুড়ে ছাই

আগুনে কেউ হতাহত হননি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 08:15 AM
Updated : 19 March 2023, 08:15 AM

গাজীপুরের কালিয়াকৈরে আগুন লেগে মালামালসহ একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

উপজেলার মৌচাক এলাকায় রোববার ভোর পৌনে ৪টার দিকে হেলাল উদ্দিনের টিনশেডের ঝুট গুদামে আগুন লাগার খবর আসে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, “খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুনে গুদাম ও ঝুট মালামাল পড়ে গেছে।“

সাইফুল ইসলাম জানান,  আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতেরও কোনো ঘটনাও ঘটেনি।