চাপরতলা গ্রামে মোল্লা ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান।
Published : 10 Mar 2025, 09:29 PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে মোল্লা ও ফকির গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলার সময় ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে মোল্লা গোষ্ঠীর আকাশের বাদানুবাদ হয়। পরে তা ঝগড়ায় রূপ নেয়। এ নিয়ে রোববার দুপক্ষের মধ্যে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।
এর জেরে দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। এ সময় আরও অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর দুই পক্ষই থানায় মামলা জমা দিয়েছেন।