স্থানীয়রা বলছেন, বিয়েতে অসম্মতির বিষয় নিয়ে জাকারিয়া তার চাচি শাশুড়ি মনোয়ারার ওপরে ‘ক্ষুব্দ’ ছিল।
Published : 03 Oct 2024, 04:49 PM
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দুর্গম চরাঞ্চলে পারিবারিক কলহের জেরে এক নারীকে তার নিজ ঘরে শরীর থেকে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার নওহাটা চরে এ ঘটনা ঘটে বলে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান।
নিহত মনোয়ারা বেগম মনো (৬০) ওই চরের শান্তা শেখের স্ত্রী। তার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় একই গ্রামের খোরশেদ হোসেনের ছেলে এবং নিহতের দেবরের মেয়ের জামাই জাকারিয়া হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা বলেছেন, জাকারিয়া কয়েক বছর আগেও একটি বিয়ে করেছিল। কিন্তু বনিবনা না হওয়ায় সে ওই স্ত্রীকে তালাক দেয়। এরপর দুই বছর আগে সে মনোয়ারার দেবর বয়ান আলীর মেয়ে তাসলিমাকে বিয়ে করে। জাকারিয়া ‘পাগলাটে’ ধরনের হওয়ায় বিয়েতে মনোয়ারার অসম্মতি ছিল। পরে উভয় পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হয় এবং তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে।
বিয়েতে অসম্মতির বিষয়টি নিয়ে জাকারিয়া তার চাচি শাশুড়ি মনোয়ারার ওপরে ‘ক্ষুব্ধ’ ছিল।
এর জেরে জাকারিয়া চাচি শাশুড়িকে ঘরে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে গলা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে। এরপর লাশ বস্তায় ভরে ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাওয়া চেষ্টা করে। এ সময় তার পরনে রক্তমাখা শার্ট দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়।
ওসি রওশন বলছেন, “মনোয়ারাকে কুপিয়ে শরীর থেকে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনাটি দুর্গম চরে হওয়ায় জাকারিয়াকে আটক এবং লাশটি উদ্ধার করে থানায় ফিরতে বৃহস্পতিবার সকাল হয়ে যায়।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।