“ওটা সরকারি সম্পত্তি, তাই আমার লোকজন সেখানে অর্পিত সম্পত্তি হিসাবে নতুন সাইন বোর্ড ঝুলিয়েছে,” বলেন ডিসি।
Published : 08 Feb 2025, 10:45 PM
বগুড়া শহরের জিরো পয়েন্ট সাত মাথায় শেরপুর রোডে আওয়ামী লীগ ও জাসদের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে এক দিনে পরপর তিনটি ব্যানার টানানো হয়। শনিবার দুপুরে সেখানে প্রথম ব্যানারটি টাঙানো হয় কার্যালয়ের জায়গাটির মালিকানা দাবি করে। এর কিছুক্ষণ পর সেটি সরিয়ে টাঙানো হয় ‘জুলাই ২০২৪ স্মৃতিকরণ’ মসজিদের নামে দুটি ব্যানার। মসজিদ ঘোষণা দেওয়ার ব্যানার দুটি খুলে রাত ৮টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি হিসেবে তৃতীয় বারের মত ঝুলিয়ে দেওয়া হয় একটি ব্যানার।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহরে সাত মাথাখ্যাত এলাকায় আওয়ামী লীগ, জাসদ (ইনু), টাউন ক্লাব ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ের স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর শনিবার দুপুরে প্রথম সেখানে মালিকানা ব্যানার ঝুলিয়ে দেয় একদল লোক।
এরপর বিকাল ৫টার দিকে জায়গার মালিক দাবিদারদের ব্যানারা খুলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে দুটি ব্যানার টানিয়ে দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নামে। নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করা আব্দুল্লাহ সানী নামে এক যুবকের নেতৃত্বে ব্যানার দুটি টানানো হয়।
তবে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক জুহিন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেউ সাইন বোর্ড দিলেও এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে সেখানে একটি মসজিদ এবং টয়লেটের বিষয়ে আমাদের চিন্তা আছে।”
যদিও মসজিদ ঘোষণার ব্যানার দুটি সেখান থেকে সরিয়ে সবশেষ রাত ৮টার দিকে জায়গাটি সরকারি সম্পত্তি বলে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বগুড়ার ডিসি হোসনা আফরোজ বলেন, “ওটা সরকারি সম্পত্তি, তাই আমার লোকজন সেখানে সব সাইন বোর্ড খুলে অর্পিত সম্পত্তি হিসাবে নতুন সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে।”
আরো পড়ুন:
বগুড়ায় আওয়ামী লীগ-জাসদের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে মালিকানার ব্যানার