“তারা ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন বলে জানিয়েছেন।”
Published : 03 Dec 2024, 08:55 PM
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৭৫ ইসকন ভক্ত ভারতে গিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।
ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভারসহ বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন।
ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান বলেন, “সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইসকন-ভক্ত ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আসেন। তারা ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন বলে জানিয়েছেন।”
শনি ও রোববার ‘সন্দেহজনক যাত্রার’ কারণে ৫৪ ইসকন-ভক্তকে ভারত যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের ফেরত পাঠানো হয়।