১০ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
Published : 11 Nov 2024, 02:39 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রী পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে কুমিল্লার জেষ্ঠ্য বিচারিক হাকিম ফারহানা সুলতানা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু জানান।
রিংকু বলেন, “সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। ২৭ নভেম্বরের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার দুপুরে বিশেষ নিরাপত্তায় শহীদুল হক ও কিবরিয়া মজুমদারকে ঢাকা থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে ‘আইকন পরিবহনের’ একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ।
পরে ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।
বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের নাম রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম আবাদ হোসেন বলেন, “এ মামলার সঙ্গে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের কোনো সম্পর্ক নেই। আমরা আদালতে রিমান্ড আবেদন নামঞ্জুরের দাবি জানিয়েছিলাম। পরে আদালত তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”
এর আগে ৩ ফেব্রুয়ারি ঘটনার দিন ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়। ওই মামলায় ৭৮ জনকে আসামি করে ২০১৭ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই মো. ইব্রাহিম। এ মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এই মামলার ৫১ নম্বর আসামি বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরীসহ অনেকে আছেন।