“হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।”
Published : 28 Apr 2024, 08:24 PM
যশোর সদর উপজেলায় ধান কেটে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
‘গরমে অসুস্থ হয়ে’ তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারণা করলেও চিকিৎসকরা বলছেন, হিটস্ট্রোকের কোনো লক্ষ্মণ তার ছিল না।
মৃত ৪০ বছর বয়সী আহসান হাবিব সদর উপজেলার ছিলিমপুর এলাকার ইউসুফ আলীর ছেলে এবং স্থানীয় আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মৃত শিক্ষকের চাচা জহুরুল ইসলাম বলেন, “খুব সকালে মাঠে ধান কাটতে যায় আহসান হাবিব। সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরে বুকে ব্যথা করছে বলে সে জানায়। পরে স্কুলে যাওয়ার জন্য গোসলের প্রস্তুতি নেয়; কিন্তু এর আগেই অসুস্থতা বেড়ে যায়।
“এক পর্যায়ে অচতন হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান বলেন, “হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।”
আহসান হাবিব হিটস্ট্রোক করেছেন কী-না জানতে চাইলে এ চিকিৎসক বলেন, “এটা জানার জন্য আরও পরীক্ষা করতে হবে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে আহসান হাবিবের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকের কোনো লক্ষ্মণ তার ছিল না।”