“মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান”, বলেন ওসি।
Published : 14 Apr 2025, 12:59 AM
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গুলিতে এক কভার্ড ভ্যান চালকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
নিহত চালকের নাম আহসান উল্লাহ (৫০)। তিনি কুমারটেক এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। আহসান একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালাতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, আহসান উল্লাহ তার বাসার সামনের একটি দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান।
“আহসানের মাথায় গুলি লাগে। স্থানীয়রা ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে।”
ওসি বলেন, কারা কী কারণে এ হত্যা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।