দুই বছর আগের ঘটনার জেরে আদালতে মামলাটি করেছেন বিএনপির এক নেতা।
Published : 14 Nov 2024, 08:18 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার দুই বছর পর বৃহস্পতিবার বিএনপির এক নেতা শাহজাদপুর আমলী আদালতে মামলার আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দেন বলে জানান আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম।
বাদী শাহাদৎ হোসেন শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলার হাবিবুল্লাহ নগর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য।
আসামিরা হলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম, ছোট ভাই একই আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপু এবং গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।
বাদী শাহাদৎ হোসেন জানান, ২০২২ সালের ২৫ জুন উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে অন্যের জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন তিনি।
“২৬ জুন আসামিরা বালু বিক্রিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে ওই বালু আসামিরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করেন।”
“এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতোদিন পর আদালতে মামলা করেছি”, বলেন তিনি।
এ বিষয়ে জানতে আসামিদের মোবাইল নম্বরে কল করা হলে, তা বন্ধ পাওয়া যায়।