সোমবার বিকালে বেতনা নদীর বেড়িবাঁধটি পানির তোড়ে প্রায় ২৫ ফুট ভেঙে যায়।
Published : 16 Sep 2024, 09:09 PM
প্রবল বৃষ্টিতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
বিনেরপোতা এলাকার পাশের বসুন্ধরা, রাজনগর, শিবনগর, এগারোআনি, নগরঘাটা রথখোলাসহ বিভিন্ন এলাকা এবং হাজার হাজার বিঘার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিত পড়েছেন এলাকার সাধারণ মানুষ।
পানি উন্নয়ন বোর্ড-২ সাতক্ষীবার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সোমবার বিকালে বেতনা নদীর বেড়িবাঁধটি পানির তোড়ে প্রায় ২৫ ফুট ভেঙে যায়।
তিনি বলেন, “স্থানীয়দের উদ্যোগে বাঁধটি মেরামতের চেষ্টা করা হলেও একই স্থান আবারও ভেঙে যায়। এখনও মেরামতের কাজ চলছে।”
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমেদ জানান, অতিবৃষ্টিতে বাঁধ ভেঙে যাওয়ায় হাজার হাজার বিঘার ঘেরের মাছ ভেসে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ঘের ব্যবসায়ীরা। এছাড়া তিনদিনের টানা ভারি বর্ষনে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও ফসলি জমি প্লাবিত হয়েছে।
তিনি বলেন, “ভারি বর্ষনে সাতক্ষীরার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। যেসব এলাকা প্লাবিত হয়েছে তার মধ্যে লাবসা ইউনিয়নের দশটির বেশি গ্রাম, পৌর এলাকার বদ্দিপুর কলোনি, মাছখোলা, শাল্যে, গদাইবিল, রাজারবাগান, কামালনগর, কাটিয়াসহ শহরের বেশিরভাগ নিম্নাঞ্চল রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দুর্ভোগে পড়েছেন জলাবদ্ধ এলকার বাসিন্দারা।”
সরেজমিনে দেখা গেছে, শহরতলীর বিনেরপোতা, গোপীনাথপুর, মাগুরা, খেজুরডাঙ্গা ও তালতলা এলাকার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রাস্তাঘাট পানির নিচে ডুবে রয়েছে। এতে চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।